বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ১২-০২-১৫ তারিখ ডিজিটাল ওর্য়াল্ড ২০১৫ খ্রিঃ নির্বাচিত ০৭ টি বিভাগের সেরা ০৭ টি থানাকে ডিজিটাল এ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেবিদ্বার থানা’র অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের দেবিদ্বার থানাকে ডিজিটাল করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেণ। তার ধারাবাহিকতায় দেবিদ্বার থানা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর চট্টগ্রাম বিভাগের সেরা ডিজিটাল থানা হিসাবে পুরুস্কৃত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব, জুনায়েদ আহম্মদ পলক। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য সহ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য জনাব, রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন। ডিজিটাল ওয়ার্ল্ডে চট্টগ্রাম বিভাগের সেরা থানা হিসাবে দেবিদ্বার থানা নির্বাচিত হওয়ায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ও.সি) মোঃ মিজানুর রহমান কে এ্যাওয়ার্ড প্রদান করেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর চট্টগ্রাম বিভাগের সেরা ডিজিটাল থানা নির্বাচিত হওয়ায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ও.সি) মোঃ মিজানুর রহমান কে দেবিদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস